টঙ্গীবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
“থাকব ভাল, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সীগঞ্জ কর্তৃক বিদেশগামী কর্মীদের কল্যাণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এ সেমিনারে মেরিন টেকনোলজির সিনিয়র ইন্সট্রাক্টর মোহাম্মদ শামস-উজ-জামান এর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামিমা নাসরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারী মোঃ নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ মোঃ অনিক শেখ, বিভিন্ন এনজিও কর্মকর্তা, এছাড়াও মেরিন টেকনোলজি ইন্সট্রাক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মনিরুজ্জামান, হাসানুজ্জামান, তাহরিমা সোনম প্রমূখ।
আপনার মতামত লিখুন