টঙ্গিবাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক ফজলুল করিমের গণসংযোগ

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম ১৫ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকায় নির্বাচনী উঠানবৈঠক ওগণসংযোগ করেছেন। এসময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা এম এ বারী, প্রো-ভিসি প্রফেসর দেওয়ান এম এ সাজ্জাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী টংগিবাড়ি উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, ইউনিয়ন সভাপতি মোঃ আমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ আজিজুল ইসলাম সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা গণসংযোগে অংশ নেন।
এসময় অধ্যাপক এ বি এম ফজলুল করিম ইউনিয়নের ৯নং ওয়ার্ড ধোপরাপাশা উঠানবৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বক্তৃতায় স্থানীয় যেসমস্ত সমস্যা আছে জামায়াত ক্ষমতায় গেলে নিরসনের সর্বাত্মক চেষ্টা করবে। বলে আশ্বাস দেন
আপনার মতামত লিখুন