মেরিন শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান

প্রিসি ট্রেনিংয়ের মাধ্যমে সিডিসি প্রদান, বিভিন্ন মন্ত্রনালয়ের উপ-সহকারি প্রকৌশলী পদে নিয়োগ ও প্রশিক্ষনের মানউন্নয়নের ৩ দফা দাবীতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মেরিন টেকনোলজির শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে। গত সোমবার সকাল থেকে শুরু করা শাটডাউন কর্মসূচি টি গতকাল মঙ্গলবারও জেলার টঙ্গীবাড়ী উপজেলার বড়লিয়া গ্রামের মুন্সীগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ক্যাম্পাসে অবস্থান গ্রহন, বিক্ষোভ মিছিল ও একাডেমিক কার্যক্রম বর্জন করেন শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শ্লোগান ও প্লাকার্ডের মাধ্যমে নিজের দাবী তুলে ধরেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থী পারভেজ মোশারফ, মো. ইকরামুল হক প্লাবন, মো. নাহিদ হাসান, আরাফাত রায়হান, মো. সিদ্দিক, মো.সোহেল রানা প্রমুখ। শিক্ষার্থীরা বলেন, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও চাঁদপুরসহ দেশের ছয়টি জেলায় মেরিন ইনস্টিটিউট থাকলেও সেখানে নেই পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা।
এছাড়া ডিপ্লোমা ডিগ্রি পেলেও ভবিষ্যত চাকুরি নিয়ে দুশ্চিন্তায় থাকেন শিক্ষার্থীরা। এসব সংকট নিরসনে সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে।
মুন্সীগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের ন্যায্য এসব দাবী আগেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে তুলে ধরা হয়েছিলো। কিন্তু কোনো কাজে আসেনি। এতে করে নতুন করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এবার আশা করি দ্রুত একটি সুখবর পাওয়া যাবে।
আপনার মতামত লিখুন