টঙ্গীবাড়ীতে প্রথম ‘জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ সেন্টার’ চালু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাপানি ভাষা শিক্ষা কোচিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। এই প্রথম টঙ্গীবাড়ীতে জাপানি ভাষা শিক্ষা ও জাপানে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী এবং দক্ষ কর্মীদের জন্য কোচিং সেন্টার চালু করা হয়। এই সেন্টারটি সম্পূর্ণ জাপানিদের দ্বারা পরিচালিত একটি ইনস্টিটিউট। এই সেন্টারের মাধ্যমে জাপানে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৬ মে) দুপুরে টঙ্গিবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র মাঝি মার্কেটের ৩য় তলায় মিলনায়তন হলে ‘জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স’ এর উদ্বোধন করা হয়।
বক্তারা বলেন, বিশ্বের যে কোন দেশে পড়াশোনা ও কর্মসংস্থানের জন্য যেতে হলে, সে দেশের ভাষা শেখার কোনো বিকল্প নেই। তাই জাপানে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জাপানি ভাষা প্রশিক্ষণ নেওয়া জরুরি।
তারা আরো বলেন, এই ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বেকার তরুণদের বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে প্রস্তুত করা হবে। এটি শুধু কর্মসংস্থানই নয়, উপরন্তু বৈদেশিক আয় বাড়াতেও অবদান রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, কিজুনা জাপান ল্যাংগুয়েজ ইনস্টিটিউট এর চেয়ারম্যান ইয়োসিয়ে সাদাইমা (জাপানি), প্রিন্সিপাল অতানাবে চিসেই (জাপানি), প্রতিষ্ঠানের সভাপতি মো. কাজল সরকার, সিনিয়র ল্যাংগুইজ শিক্ষক মোঃ ত্বোহায়ুল হক চৌধুরী, ব্যবস্থাপক আশরাফুল ইসলাম আরিফ।
আরোও উপস্থিত ছিলেন, কিজুনা ইনস্টিটিউট প্রেসিডেন্ট এর পিতা মোঃ আবু বক্কর সিদ্দিক সরকার, টংগীবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ মাসুম হাসান, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সালমান হাসান (হৃদয়), ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এডোপ কমিটি সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পারসন মোঃ রাহিদ হাসান সহ বিভিন্ন অতিথি বৃন্দ।
আপনার মতামত লিখুন