মুন্সীগঞ্জে পুলিশে অভিযানে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মুন্সীগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের ছোট মাকহাটি এলাকায় অভিযানে গিয়ে ৭০০পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা
গতকাল ৯ এপ্রিল বুধবার রাতে মুন্সীগঞ্জ
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গতকাল ৯ই এপ্রিল
রোজ বুধবার ডিবি পুলিশের এসআই মো. ইয়াসিনের নেতৃত্বে ছোট মাকহাটি এলাকার করিম গাজির বাড়ির গেটের সামনে গেলে অভিযুক্ত শুভ গাজী (৩৭) পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযুক্তের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে। আসামির বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন