বৈষম্যবিরোধীর কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মুন্সিগঞ্জের ইব্রাহীম নিরব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গঠন করা হয়েছে। সাহিত্য সেলের সম্পাদক মনোনীত হয়েছেন মুন্সিগঞ্জের ইব্রাহীম নিরব।
বৃহস্পতিবার সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমামের স্বাক্ষরিত পত্রে সাহিত্য সেল গঠন করা হয় । আগামী ৭ কার্যদিবসের মধ্যে সেলের পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় কমিটিতে অবহিত করার নির্দেশনা দেয়া হয়েছে ।
ইব্রাহীম নিরব জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দায়িত্ব পালন করেছেন । স্বৈরাচার বিরোধী লেখালেখির কারণে তৎকালীন আওয়ামীলীগ সরকারের আমলে বেশকয়েকবার গুরুতর হামলা-মামলার শিকার হোন। ২০২৩ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘দ্য বাস্টার্ড উন্নয়ন’ ও ২০২৪ সালে ‘ভয়তন্ত্র’ প্রকাশিত হয়। দুটো কাব্যগ্রন্থেই সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে।
নতুন দায়িত্বে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন