বিটি কলেজে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত আলাচনা সভা অনুষ্ঠিত

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজে তারুণ্যের উৎসব উপলক্ষে পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সুরক্ষা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় প্রতিষ্ঠানটির হল রুমে বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম.এ.আউয়াল ফেরদৌসের সভাপতিত্বে ও প্রভাষক মো. সফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশবাদি সংগঠন ও সবুজ কুঁড়ি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুব ও শিশু বিষয়ক সম্পাদক অনিক শেখ।
ইংরেজি বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক মেহেদী হাসান, একাডেমিক সচিব মো.আমজাদ হোসেন
এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুস ছামাদ, প্রভাষক শংকর চন্দ্র সেন,প্রভাষক পরিতোষ ঘোষ, প্রভাষক জাহিদুর রহমান, প্রভাষক জাহিদুর রহমান রাজু ও দিলীপ দাস শান্ত প্রমুখ।
আলোচনায় বক্তারা পরিবেশ সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিকের কারণে পরিবেশের বিভিন্ন ক্ষতির দিক তুলে ধরে ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষ রোপণের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন