খুঁজুন
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন, ১৪৩২

মুন্সীগঞ্জে আনসার সদস্যদের বাৎসরিক ফায়ারিং অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২:৫০ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে আনসার সদস্যদের বাৎসরিক ফায়ারিং অনুষ্ঠিত

বুধবার ০৯ এপ্রিল মুন্সীগঞ্জ রতনপুর আনসার ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে আনসার সদস্যদের বাৎসরিক ফায়ারিং অনুষ্ঠিত হয়।আর এতে মোট ৪২৫ জন আনসার সদস্যবাৎসরিক ফায়ারিংয়ে অংশ নেয়।

জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষাসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। শৃংখলা রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সেবা প্রদানের মানোন্নয়নের লক্ষ্যে বাহিনীর পক্ষ থেকে নিয়মিতভাবে তাদের জন্য বাৎসরিক ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মুন্সীগঞ্জ জেলায় অংগীভূত আনসার সদস্যদের বাৎসরিক ফায়ারিং অনুষ্ঠিত হয়।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় ২০২৪-২৫ অর্থবছরের ফায়ারিং অনুশীলনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফলভাবে বাস্তবায়নের জন্য যাবতীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। বাহিনীর পক্ষ হতে সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির অংশ হিসেবে এই ধরণের ফায়ারিং অনুশীলন কার্যক্রমকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়।

উক্ত আনসার সদস্যদের বাৎসরিক ফায়ারিংয়ে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা কমান্ড্যান্ট,বিউটি আক্তার, মুন্সীগঞ্জ,সার্কেল অ্যাডজুট্যান্ট,মোহাম্মদ নুরুজ্জামান।

আড়িয়লে মুন্সীগঞ্জ জেলা প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
আড়িয়লে মুন্সীগঞ্জ জেলা প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা  অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রিমিয়ার লীগ সিজন-১ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন দোলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপু চাকলাদার, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন মোল্লা। আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ আলী নান্টু মাদবর, মঞ্জু শেখ ফারুক, শেখ জামাল।

টঙ্গীবাড়ি একাদশ বনাম গজারিয়া একাদশ এর মধ্যকার ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে টঙ্গীবাড়ী একাদশ নির্ধারিত ৯ ওভারে ১১৮ রান সংগ্রহ করে। ১১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের ২ বল থাকতে ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌছে যায় গজারিয়া একাদশ।
এসময় আরো উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে আলমগীর কবির একদিল, মোঃ মাসুম হোসাইন, পরশ রুমি, শান্ত ছৈয়াল, জামাল শেখ, মহিউদ্দিন প্রমুখ।

টঙ্গীবাড়ীর আপরকাঠিতে বিএনপির আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
টঙ্গীবাড়ীর আপরকাঠিতে বিএনপির আলোচনা সভা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আড়িয়ল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা হয়েছে।
গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ।
টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী মো. ইলিয়াস বেপারীর সভাপতিত্বে ও আড়িয়ল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. পিয়ার হোসেন পিন্টু শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

আরোও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ভিপি শেখ মো. আব্দুল হাই, মো. আক্তার হোসেন লাকরিয়া, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদ মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন খান বাবু, আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুল ইসলাম খান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, আড়িয়ল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আমীর হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাত্তার দেওয়ান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুরাদ তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম দেওয়ান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ
পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

created by Polish

পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন-এর ২০২৫-২৬ সালের জন্য এক বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়েজীদ মুন্না,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নু-আলম বলেন, “এই কমিটি উপস্থিত সকলের সম্মতিক্রমে গণতান্ত্রিক উপায়ে গঠন করা হয়েছে। আমরা মূলত কর্মঠ ও আন্তরিক ব্যক্তিদেরকেই অগ্রাধিকার দিয়েছি। আশা রাখি, এই কমিটি সংগঠনকে অতীতের চেয়ে আরও ভালো কিছু উপহার দেবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
• আওলাদ হোসেন, প্রধান শিক্ষক, দিঘীরপাড় মডেল একাডেমি
• জি. এম. মাহবুব হাসান কচি
• শাহিন শেখ, প্রতিষ্ঠাতা, টংগিবাড়ী ব্লাড ফাউন্ডেশন
• মহিউদ্দিন, প্রতিষ্ঠাতা, বকতবলী রক্তদান সংস্থা
✨ পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন

কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬)
• সভাপতি: বায়েজিদ মুন্না
• সহ-সভাপতি: আফ্রিদি মোল্লা
• সহ-সভাপতি: মঈন হালদার
• সাধারণ সম্পাদক: ইসমাইল হোসেন
• যুগ্ম সাধারণ সম্পাদক: রায়হান
• যুগ্ম সাধারণ সম্পাদক: হৃদয় আহমেদ
• সাংগঠনিক সম্পাদক: জুয়েল রানা
• অর্থ বিষয়ক সম্পাদক: ফয়সাল
• উপ-অর্থ বিষয়ক সম্পাদক: রফিকুল হৃদয়
• প্রচার সম্পাদক: সিমন আহমেদ
• উপ-প্রচার সম্পাদক: শারমিন নাদিয়া
• দপ্তর বিষয়ক সম্পাদক: মৃদুল
• উপ-দপ্তর বিষয়ক সম্পাদক: রাসেল
• পরিবেশ বিষয়ক সম্পাদক: সজিব আহমেদ
• স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মিথিলা
• শিক্ষা বিষয়ক সম্পাদক: ফাহিম
• সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: শুভ ঘোষ