সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ | ২:০০ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জে আনসার সদস্যদের বাৎসরিক ফায়ারিং অনুষ্ঠিত

বুধবার ০৯ এপ্রিল মুন্সীগঞ্জ রতনপুর আনসার ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে আনসার সদস্যদের বাৎসরিক ফায়ারিং অনুষ্ঠিত হয়।আর এতে মোট ৪২৫ জন আনসার সদস্যবাৎসরিক ফায়ারিংয়ে অংশ নেয়।

জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষাসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। শৃংখলা রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সেবা প্রদানের মানোন্নয়নের লক্ষ্যে বাহিনীর পক্ষ থেকে নিয়মিতভাবে তাদের জন্য বাৎসরিক ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মুন্সীগঞ্জ জেলায় অংগীভূত আনসার সদস্যদের বাৎসরিক ফায়ারিং অনুষ্ঠিত হয়।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় ২০২৪-২৫ অর্থবছরের ফায়ারিং অনুশীলনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফলভাবে বাস্তবায়নের জন্য যাবতীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। বাহিনীর পক্ষ হতে সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির অংশ হিসেবে এই ধরণের ফায়ারিং অনুশীলন কার্যক্রমকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়।

উক্ত আনসার সদস্যদের বাৎসরিক ফায়ারিংয়ে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা কমান্ড্যান্ট,বিউটি আক্তার, মুন্সীগঞ্জ,সার্কেল অ্যাডজুট্যান্ট,মোহাম্মদ নুরুজ্জামান।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন