সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ | ১:৪৩ পূর্বাহ্ণ

টঙ্গিবাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক ফজলুল করিমের গণসংযোগ

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম ১৫ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায়  টঙ্গিবাড়ী উপজেলার  কামারখাড়া এলাকায় নির্বাচনী উঠানবৈঠক ওগণসংযোগ করেছেন। এসময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা এম এ বারী, প্রো-ভিসি প্রফেসর দেওয়ান এম এ সাজ্জাদ,  বাংলাদেশ জামায়াতে ইসলামী টংগিবাড়ি উপজেলা  আমীর মাওলানা হাবিবুর রহমান, ইউনিয়ন সভাপতি মোঃ আমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ আজিজুল ইসলাম সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা গণসংযোগে অংশ নেন।

এসময় অধ্যাপক এ বি এম ফজলুল করিম  ইউনিয়নের ৯নং ওয়ার্ড ধোপরাপাশা উঠানবৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে  বক্তৃতায় স্থানীয় যেসমস্ত সমস্যা আছে জামায়াত ক্ষমতায় গেলে নিরসনের সর্বাত্মক চেষ্টা করবে। বলে আশ্বাস দেন

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন