সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ | ১:৫৮ পূর্বাহ্ণ

বেতকা ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালত পরিচালিত হচ্ছে।

সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে ২০০৬ সালে গ্রাম আদালত আইন তৈরী করা হয়। পরবর্তীতে ২ বার এই আইনটির কিছু অংশ সংশোধন করা হয়। বর্তমানে ৩ লক্ষ টাকা মূল্যমানের দেওয়ানী ও ফৌজদারি মামলা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যেম নিস্পত্তি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালতে মামলা দায়ের করা হচ্ছে এবং বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রোকনুজ্জামান শিকদার ( রিগ্যান) এর প্রচেস্টায় গ্রাম আদালতের মাধ্যমে মামলাগুলো নিস্পত্তি করা হচ্ছে।
বর্তমানে এলাকার সাধারন মানুষের ন্যায়বিচার পাওয়ায় একটি আস্থার জায়গা হিসাবে চিন্হিত হয়েছে এই বেতকা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন