মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দ্বি-বার্ষিক সম্মেলন সভায় সর্বসম্মতিক্রমে জহির রায়হান খানকে সভাপতি ও হারুন অর রশিদ বাদল মিজিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার পপুলার ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টে টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে দ্বি বার্ষিক সম্মেলনে সর্ব সম্মতিক্রমে ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজির ম্যানেজিং ডিরেক্টর মো. সাইফুর রহমানকে উপদেষ্টা রেখে জহির রায়হান খানকে সভাপতি ও হারুন অর রশিদ বাদল মিজিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহীর নতুন কমিটির নাম ঘোষণা করেন সভার প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী আয়নাল হক স্বপন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল লিটন, সহ সভাপতি স্বপন মাঝি, সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাসুম হাসান আফিফ, কোষাধ্যক্ষ অনিক শেখ, কার্যকরী সদস্য মো. বিদ্যুৎ, মো. মোফাজ্জল হোসেন, মো. হাকিম।
টঙ্গীবাড়ী উপজেলা কমিটির আয়োজনে এসময় আরোও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি হাজী আহসানউল্লাহ, সহ সভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান, কোষাধ্যক্ষ ফজলুর রহমান সাগর, মোঃ মামুন, সিমান্ত প্রমুখ।