মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে যশলং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে এবং মিডফোর্ডে সংগঠিত পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার বাঘিয়া বাজারে যশলং ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
যশলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল কবির কাজল হালদার।
এসময় বক্তব্য রাখেন যশলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাবুল হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির শেখ, দপ্তর সম্পাদক আব্দুর রহিম দেওয়ান, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক সোহেল রানা, টঙ্গিবাড়ী যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলমগীর মৃধা, যশলং ইউনিয়ন যুবদল নেতা শওকত আহাম্মেদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সবুজ কাজী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাকিল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. উজ্জ্বল তালুকদার সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।