সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ | ৫:১৪ পূর্বাহ্ণ

টঙ্গীবাড়ীতে জামায়াতে ইসলাম এর গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত

গতকাল শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলাম টঙ্গীবাড়ী দিঘিরপাড় বাজারে গনসংযোগ কর্মসূচি পালন করেন। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, বাংলাদেশ আদর্শ শিক্ষা ফেডারেশন সেক্রেটারি জেনারেল, মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) থানার মনোনীত জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।

উক্ত কর্মসূচিতে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে অনেক সরকার এসেছে কিন্তু এখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি।

তিনি আরো বলেন, ২০০১ সালে চার দলীয় জোটে জামায়াতের দুইজন নেতৃবৃন্দ দুইটি মন্ত্রণালয় দায়িত্ব পালন করেন তারা খুব সততার ও দক্ষতার সাথে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তৎকালীন প্রশাসন তাদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ দেখাতে পারেনি। এখনো দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটপাট ও দখলদারীতে নিয়োজিত রয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতকে নির্বাচিত করে দেশের শান্তি প্রতিষ্ঠা করার শপথ নিন।

উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রো ভিসি প্রফেসর এম এ দেওয়ান সাজ্জাদ, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা হেমায়েত উদ্দিন, বাংলাদেশ জামায়েত ইসলাম টঙ্গীবাড়ী থানার আমির এম এ বাড়ী উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন দিঘীরপাড় ইউনিয়ন সভাপতি এবং দিঘিপাড় ইউনিয়নের জনশক্তি কর্মীবৃন্দ।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন