সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ | ৪:৪৪ পূর্বাহ্ণ

টঙ্গীবাড়ীতে খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন

খাল রক্ষায় দখলদারদের উচ্ছেদ ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে টঙ্গীবাড়ী খাল রক্ষা পরিষদের আয়োজনে এই মানববন্ধনে অংশ নেন পরিবেশ সচেতন নাগরিক, শিক্ষার্থী, রাজনৈতিক প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

মানববন্ধনকারী আমির হোসেন মাদবর জানান, টঙ্গীবাড়ী উপজেলাটি কৃষি প্রধান, বিশেষ করে উপজেলার অধিকাংশ মানুষ আলু চাষে জড়িত। অথচ দীর্ঘদিন ধরে উপজেলার আড়িয়ল-টঙ্গীবাড়ী সহ উপজেলার বিভিন্ন এলাকার খাল দখল কোথাও অস্তিত্ব বিলীন, কোথাও দূষণের কবলে ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ জামাল হোসেন, আঃ আলী নান্টু মাদবর, আমির হোসেন মাদবর, মিজানুর রহমান বেপারী, মাহফুজুর রহমান সুজন, মোঃ রাজিব, শাকিল হাওলাদার, অনিক শেখ, মোর্শেদ গাজী, শহীদুল ইসলাম, মোঃ আলী, সাইফুল ইসলাম, মোঃ সনেট, মোঃ জাহীদ প্রমুখ

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত সময়ের মধ্যে খাল থেকে সব অবৈধ দখল সরিয়ে পুনঃখনন কার্যক্রম শুরু করতে হবে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, আমি কয়েকটি স্থান পরিদর্শন করেছি। আগামিকাল আমি আরেকবার পরিদর্শনে যাবো, আপনাদের দাবি পুরনে অবশ্যই কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।

মানববন্ধন শেষে আয়োজকরা দাবি বাস্তবায়নে টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে।

পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে মানববন্ধনকারীরা। মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন