টঙ্গীবাড়ীর ৩৮নং মটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মা ও অভিভাবক সমাবেশ—যেখানে প্রাথমিক শিক্ষার গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের ইউনিফর্ম বিতরণ, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মাননা এবং বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা প্রদান উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধীপুর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুন, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহকারী শিক্ষা কর্মকর্তা কাজল কর, দেবাশীষ সিংহ, সানজিদা আক্তার, আবুল হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর মো. সাইদুর রহমান এবং প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার সরকার।
বক্তারা বলেন, বর্তমান যুগে শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা যথেষ্ট নয়; শিক্ষার্থীদের প্রযুক্তি-সক্ষমতা, মূল্যবোধ ও সৃজনশীলতায় পারদর্শী করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় টঙ্গীবাড়ী প্রেসক্লাবকেও সম্মাননা পুরস্কার প্রদান করে বিদ্যালয় কর্তৃপক্ষ।