আজ শুক্রবার মোহনগঞ্জ এলাকায় অনুষ্ঠিত হলো এক মানবিক ও সচেতনতামূলক কর্মসূচি—বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। রক্তের বন্ধনে বিক্রমপুর ও বিক্রমপুর রক্তদান সংস্থার যৌথ উদ্যোগে এবং মোহনগঞ্জ যুব কল্যাণ সংঘের আয়োজনে এই ব্যতিক্রমধর্মী সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত চলে এই ক্যাম্পেইন, যেখানে আশপাশের এলাকার ৩০০ জনেরও বেশি মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করেন। শুধুমাত্র রক্তের গ্রুপ জানানোই নয়, বরং রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন। এছাড়াও ডায়াবেটিস পরীক্ষা, পেশার পরিমাপ ও ওজন নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে সচেতন মূলক বক্তব্য রাখেন ডা. রতিশ রঞ্জন রায় – উপদেষ্টা, রক্তের বন্ধনে বিক্রমপুর :-
“রক্তদান একটি মহৎ মানবিক কাজ, যা একজন মানুষের জীবন বাঁচাতে পারে। সুস্থ থাকলে নিয়মিত রক্ত দেওয়া নিরাপদ ও উপকারী। আমাদের সমাজে এখনো অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, যা দূর করতে এই ধরনের সচেতনতামূলক আয়োজন অত্যন্ত প্রয়োজন।
আসুন, আমরা সবাই রক্তদানে এগিয়ে আসি এবং অন্যদেরও উৎসাহিত করি। এক ব্যাগ রক্ত, এক নতুন জীবনের সম্ভাবনা।”
আয়োজক সংস্থা মোহনগঞ্জ যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে সংস্থার সভাপতি শফিকুল ইসলাম অপু জানান , “আমরা চাই প্রতিটি মানুষ অন্তত নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানুক, যাতে জরুরি মুহূর্তে জীবন বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। আমাদের এই উদ্যোগ সেই উদ্দেশ্যকেই এগিয়ে নিচ্ছে।”
বিক্রমপুর রক্তদান সংস্থার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মাহমুদ হাসান বলেন,
“রক্তদান একটি মহৎ কাজ। একজন মানুষের স্বেচ্ছায় দেওয়া এক ব্যাগ রক্ত অন্য একজন মানুষের জীবনের শেষ আশার উৎস হতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এখনও অনেকেই রক্তের গ্রুপ জানেন না কিংবা রক্তদানে ভয় বা ভুল ধারণা পোষণ করেন।
এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মানুষের মাঝে সেই ভয় দূর করতে চাই। সবাই যেন অন্তত নিজের রক্তের গ্রুপ জানে, সেই চেতনা জাগাতে চাই। পাশাপাশি, স্বেচ্ছায় রক্তদানের মতো একটি মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, সমাজে যদি আরও বেশি মানুষ এগিয়ে আসে, তাহলে একটি রক্তদাতা সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে,
“ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যেতে চাই আমরা, যাতে কারো জীবন শুধুমাত্র রক্তের অভাবে হারিয়ে না যায়।”
আরো উপস্থিত ছিলেন,
নিউ বসুমতি জেনারেল হসপিটাল এর মানবিক ডা: সজীব তালুকদার, ব্রাদারস ব্লাড ডোনেট ও বিক্রমপুর ব্লাড ব্যাংক,মোহাম্মদ রাকিব, সভাপতি রক্তের বন্ধনে বিক্রমপুর ।
বিক্রমপুর রক্তদান সংস্থা ও রক্তের বন্ধনে বিক্রমপুরের স্বেচ্ছাসেবকরাও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুরো ক্যাম্পেইনে কাজ করেছেন। বিভিন্ন বয়সী মানুষ, বিশেষ করে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে উঠে এক প্রাণবন্ত সামাজিক মিলনমেলা।
এই ক্যাম্পেইন নিঃসন্দেহে সমাজে সচেতনতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার এক সফল উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আয়োজক সংস্থাগুলো।