সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ | ৪:৪৫ পূর্বাহ্ণ

টঙ্গীবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও আমজাদ আলী কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) সকাল ১১টায় কলেজটির অধ্যক্ষ এস.এম. আনিছুল হকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মিয়া, সাধারণ সম্পাদক অহিদ হালদার, কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ সাদেকুল ইসলাম (রিপন মুন্সী), প্রভাষক শ্যামল দত্ত, উপস্থাপক আমিনুল ইসলাম এবং সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন প্রভাষক সালমা ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, সাফা ল্যাঙ্গুয়েজ একাডেমীর কর্নধার মোঃ গোলাম দস্তগীর (সুমন), টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মারুফ ইসলাম রিমেল, সাজন মুন্সী, বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসলাম সরদার, সাধারণ সম্পাদক রিমন মাল, বাবু শেখ, ফাহিম শেখসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে কলেজ মিলনায়তনে বালিগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন