সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ | ৪:৫৬ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা আর নেই

টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না লিল্লাহী রাজিউন)। বুধবার সন্ধ্যায় তিনি রাজধানী ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তিনি ১৯৭১ সালে ভারত থেকে গেরিলা ট্রেনিং শেষ করে সিলেট জেলার কানাইঘাট এলাকায় পাক হানাদার বাহিনীকে পরাজিত করা লক্ষে জীবনকে বাজী রেখে বাংলাদেশকে পাক-হানাদার থেকে মুক্ত করার লক্ষে যুদ্ধ করেন।

পরে তিনি ডেপুটি সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি একজন লেখক ছিলেন। তার লেখা একাধিক বই রয়েছে। মৃত্যু কালে তিনি একমাত্র ছেলে সন্তানসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা গন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন