সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ | ৪:৫৬ পূর্বাহ্ণ

সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় সম্মাননা পেয়েছেন হোসেন বেপাড়ী।

আজ শনিবার আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে মা-বাবার প্রতি করনীয় শীর্ষক আলোচনা ও গুনীজন সম্মাননা প্রদান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

লৌহজং উপজেলার পদ্মাসেতু লীফ লাউঞ্জে সকাল ১১ টায় আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার গুনিজনদের সম্মাননা প্রদান করা হয়।

সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড ও সমাজসেবায়
ব্যপকভাবে ভূমিকা রাখায় টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন এর কৃতি সন্তান মোঃ হোসেন বেপাড়ীকে গুনিজন সম্মাননা প্রদান করা হয়েছে।

BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেলি আক্তারের সভাপতিত্বে ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সবুজ রায়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোঃ আমির হোসেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন