বুধবার ০৯ এপ্রিল মুন্সীগঞ্জ রতনপুর আনসার ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে আনসার সদস্যদের বাৎসরিক ফায়ারিং অনুষ্ঠিত হয়।আর এতে মোট ৪২৫ জন আনসার সদস্যবাৎসরিক ফায়ারিংয়ে অংশ নেয়।
জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষাসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। শৃংখলা রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সেবা প্রদানের মানোন্নয়নের লক্ষ্যে বাহিনীর পক্ষ থেকে নিয়মিতভাবে তাদের জন্য বাৎসরিক ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মুন্সীগঞ্জ জেলায় অংগীভূত আনসার সদস্যদের বাৎসরিক ফায়ারিং অনুষ্ঠিত হয়।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় ২০২৪-২৫ অর্থবছরের ফায়ারিং অনুশীলনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফলভাবে বাস্তবায়নের জন্য যাবতীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। বাহিনীর পক্ষ হতে সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির অংশ হিসেবে এই ধরণের ফায়ারিং অনুশীলন কার্যক্রমকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়।
উক্ত আনসার সদস্যদের বাৎসরিক ফায়ারিংয়ে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা কমান্ড্যান্ট,বিউটি আক্তার, মুন্সীগঞ্জ,সার্কেল অ্যাডজুট্যান্ট,মোহাম্মদ নুরুজ্জামান।