‘‘প্রিয় মুখের ভীড়ে, মাতি প্রাণের উল্লাসে’’ টঙ্গীবাড়িতে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার ঈদের চতুর্থ দিনে উপেজলার হাসাইল-দিঘিরপাড়-কামারখাড়া এলাকায় পদ্মা নদী ও পদ্মার চরে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে পরস্পরের সাথে কুশল বিনিময়, ছবি ও সেলফি তোলা এবং স্মৃতিচারণের মাধ্যমে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। পুনর্মিলনী উৎসবে প্রাক্তন শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলো নিজেদের শৈশবে হারানো স্মৃতি। ব্যাচের সদস্যদের অনেকেই দেশ ও দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত। প্রাক্তন শিক্ষার্থীরা জানান, আমরা শৈশব-কৈশোরের সোনালী দিনগুলোর খোঁজে ছুটে এসে স্মৃতির আঙিনায় যেন খুঁজে পেয়েছি হারিয়ে যাওয়া সেই শৈশব। মিলনমেলায় ছিল- টি-শার্ট, উপহার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন- “এসএসসি ২০০১” ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী- এসএসসি ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. আশরাফ খান, বিএম সুমন, সুজন মোল্লা, মারুফ ইসলাম সেন্টু, আবু বাক্কার মাঝি, মো. জনি আহম্মেদ, মো. বিল্লাল, আবু সুফিয়ান, মো. জয়নাল আহম্মেদ রনি, আরজুল্লাহ তালুকদার, রাসেল হাওলাদার, জাকারিয়া ইমতিয়াজ, মো. জনি, মো. জসিম শেখ, নেপাল মন্ডল, রাসেল হাওলাদার, মাহফুজুর রহমান সুজন, রাসেল কাজী, অলক, ইসহাক খান, মালেক বেপারী, আবু বকর সিদ্দিক, মো. তাহের, বিপুল, রাসেল শেখ, মো. আব্দুল কাইউম শেখ, মো. রোমেল শেখ, রাকিব হাসান রয়েল মোল্লা, মো. জাবেদ বেপারী, আব্দুল হাকিম দেওয়ান, সাকিল শেখ, দীন ইসলাম, মো. শাহজালাল, জান মাহম্মুদ, নির্ঝর বেপারী, রিজওয়ান রুপু, দ্বিন ইসলাম (দিপু), মো. রোমান প্রমুখ। পরে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।