রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ | ১০:২৮ অপরাহ্ণ

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা

greeting message friends association of malkhanagar

নিজস্ব প্রতিবেদক:

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, “প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে ঝিকুট ফাউন্ডেশনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতোমধ্যেই ফাউন্ডেশনের সমাজসেবামূলক ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে আমি বিশ্বাস করি। আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকুক, এটাই আমার কামনা।”

সংগঠনের সদস্যদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, “প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনাদের নিরলস প্রচেষ্টা সমাজের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। আগামীতেও আপনাদের সাফল্য কামনা করছি।”

ঝিকুট ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের প্রশংসা করে মোহাম্মদ বাহাউদ্দিন বাহার বলেন, “এ পর্যন্ত ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবতার সেবা করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। এই পথচলা দীর্ঘ হোক। বিগত বছরে সংগঠনের অর্জন অনবদ্য। আগামী দিনগুলোতেও ঝিকুট ফাউন্ডেশন সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখি।”

তিনি আরও উল্লেখ করেন, “আপনাদের অক্লান্ত পরিশ্রম, সংগঠনের নীতি নির্ধারকদের দূরদর্শিতা এবং মানবকল্যাণে নিবেদিতপ্রাণ মনোভাব সমাজের জন্য এক অনন্য উদাহরণ সৃষ্টি করবে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে রইলো অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা।”

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন