রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ | ১০:২৮ অপরাহ্ণ

জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে এবং টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প।

টঙ্গীবাড়ীতে জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে এবং 🩸 টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিমের সহযোগিতায় অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কামারখাড়া ইউনিয়নের ভিটি মালধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এই ক্যাম্পে আন-নূর ডায়াগনস্টিক সেন্টার থেকে একজন এমবিবিএস ডাক্তার ছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার পরীক্ষা এবং ওজন মাপার সুবিধা
দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পিং যারা উপস্থিত ছিলেন:শান্ত,আহাদ,অরপী,বাবুল,সুমন, নিশাদ,ইউসুফ,সাগর,নাবিল শেখ,তাহসিন,ও জ্ঞানের আলো পাঠাগারের এক ঝাক স্বেচ্ছাসেবী।

প্রায় তিন শতাধিক (৩০০)মানুষ এ কর্মসূচি থেকে সেবা গ্রহণ করেন। উক্ত কর্মসূচি সম্পর্কে মালধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এ ধরনের ফ্রী মেডিকেল চিকিৎসা সাধারণ জনগনের জন্য আর্শিবাদ সরুপ।

এসময় জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন ভবিষ্যতে আমাদের সামাজিক কাজে অব্যাহত থাকবে।

উক্ত সময় আরো উপস্থিত ছিলেন টংঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব শাহীন শেখ। তিনি বলেন, এসকল সেচ্ছাসেবী কার্যক্রমে যুবকদের অংশ গ্রহণ বৃদ্ধি করতে পারলে যুব সমাজকে মাদকাসক্ত হতে দূরে রাখা সম্ভব।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন