টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই গ্রামের সন্তান রতনকে উপহার হিসেবে ৪০ হাজার টাকা প্রদান করেছে সামাজিক সংগঠন “আলোকিত আউটশাহী ইউনিয়ন”
দীর্ঘদিন যাবত ক্যন্সার আক্রান্ত হয়ে চতুর্থ ধাপে আছে রতন। তাই চিকিৎসার জন্য এই উপহার দিয়েছে তারা।
“আলোকিত আউটশাহী ইউনিয়ন” সংগঠনের পক্ষ থেকে বলা হয় “সমাজের সকল শ্রেণীর জনসাধারণ কে রতনের পাশে দাঁড়ানোর আকুল আবেদন করছি।”