রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ | ১০:২০ অপরাহ্ণ

আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।

এসএসসি পরীক্ষা- ২০২৫ এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে কৃতি শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীদের সংবর্ধনা দিয়েছে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয়ের হলরুমে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম টুকু। অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ আলী নান্টু মাদবর, বিদ্যালয়ের শিক্ষক মোবারক আলি রতন, মাওলানা এম.এ. আঃ বারী, মোঃ আওলাদ হোসেন, মোঃ ফয়সাল বেপারি, মাসুম হোসাইন, সমাজসেবক রফিকুল ইসলাম কবির, আলমগীর হাওলাদার, অনিক শেখ সহ অভিভাবক ও স্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাদের আন্তরিক সার্বিক সহযোগিতায় এতে ৯১ জন শিক্ষার্থীকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন