রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ | ১০:২৮ অপরাহ্ণ

একটি পাখি – আশরাফ ইকবাল

Ashraf iqbal

একটি পাখি
আশরাফ ইকবাল

খুব সকালে গাছের ডালে
একটি পাখি গান গায়,
কি আভরণ! গানের মাঝে
একই তালে ঘুম ভাঙায়।

তার কাছে চাওয়া পাওয়া
অনেক ছিল বাকি,
মনের মাঝে হারিয়ে যাওয়া
সেও দিল ফাঁকি।

মনের মাঝে অনেক দু:খ
তাকে নিয়ে হল,
সেই পাখিটি পাব কোথায়
আমায় শুধু বল।

এ জীবনে কখনও কি
উঠবে সে আর ডাকি?
সে দুখটাকে ঘুচাতে তাই
তার ছবিটাই আঁকি।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন