আমরা বিশ্বাস করি, বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধিতে ঝিকুটপত্রের সাহসী পথ চলায় আপনাদের আন্তরিক ভালোবাসা ও সহযোগীতা আমাদের অনুপ্রেরণা যোগায়। জানিনা আমাদের পথ কতটা দীর্ঘ হবে। তবে অদম্য এক ইচ্ছে আমাদের ঘিরে থাকে সারাক্ষণ। আমাদের এই উদ্যোগ সৃজনশীল মানুষদের জন্য উন্মুক্ত। কাজ করতে চাই নতুন সূর্য নিয়ে। যে সূর্যের আলোয় একদিন আলোকিত হবে পৃথিবী। দেখবো নতুন এক বাংলাদেশ।
তাই নিয়মিত ‘ঝিকুটপত্র’ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের মুখপত্র বের হচ্ছে। এতে বিশিষ্ট ব্যক্তিদের লেখা, ছড়া, কবিতা, গল্প, মতামত, ইতিহাস, ঐতিহ্য, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ বিষয়ক ও কৃতি ব্যক্তিদের তথ্য থাকছে।
অতএব, আর দেরি কেনো। আজই আপনার লেখা পাঠিয়ে দিন। লেখার শব্দ সংখ্যা ৬০০ থেকে ৯০০। পিডিএফ নয়, এমএস ওয়ার্ড ফাইলে সুতন্বী ফন্টে অথবা ইউনিকোডে লেখা পাঠান।
সম্পাদক
আশরাফ ইকবাল
লেখা পাঠানোর ঠিকানা : – jhikutpatra@gmail.com
মোবাইল : 01859803667 (আতিক নয়ন)