শ্রীনগর প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ৭নং বাঘড়া ইউনিয়নের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৮ মে/২৫) সকাল ১০ টায় বাঘড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসেরের সভাপতিত্বে ও ইউপি সচিব অরূপ নারায়ন দত্তের সঞ্চালনায় ইউনিয়নে ১৮ লক্ষ ৬ হাজার টাকা রাজস্ব এবং ১কোটি ১৪ লক্ষ ছয়শত ছাপান্ন টাকা মোট ১ কোটি ৩২ লক্ষ ৪০ হাজার ছয়শত ছাপান্ন টাকার বাজেট যোগাযোগ,শিক্ষা,স্বাস্থ্য,পানি সরবারহ,কৃষিসহ দপ্তরীক কাজ সংশ্লিষ্ট খাতের বিধি মোতাবেক ব্যয়ের জন্য বরাদ্দ করা হয়।
পাশাপাশি গত ২৯ জুলাই,২০২৫ তারিখে বাঘড়া ইউপি কার্যালয়ে চেয়ারম্যান আবু আল নাসেরের সভাপতিত্বে ও ইউপি সচিব অরূপ নারায়ন দত্তের সঞ্চালনায় ২০২৪-২৫ আলোচ্য অর্থ বছরের রাজস্ব প্রাপ্তি ১৩ লক্ষ ৯৩ হাজার ছয়শত বাইশ টাকা এবং উন্নয়ন ৮১ লক্ষ ৮৮ হাজার একশত চার টাকার আর্থিক বিবরণী জনসম্মুখে প্রকাশ করা হয়।
যোগাযোগ,শিক্ষা,স্বাস্থ্য,পানি সরবারহ,কৃষিসহ দপ্তরীক কাজ সংশ্লিষ্ট খাতের বিধি মোতাবেক ব্যয়ের পর সমাপনী জের ব্যাংকে জমা আছে ২ লক্ষ ৫০ হাজার ৫৪৯ টাকা।
উপস্থিত সকলে বাজেট ২০২৫-২৬ এবং আর্থিক ২০২৪-২৫ সম্পর্কে বিস্তারিত আলোচান্তে সন্তুষ প্রকাশ করে।