রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ | ১০:২৮ অপরাহ্ণ

সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত

আসিফ বাধন:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টারের স্মৃতিতে আয়োজিত ২য় তম ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ৩টায় উপজেলার বালুচর ইউনিয়নের হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আজীবন দাতা সদস্য হাজী মুহাম্মদ কামরুজ্জামান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব, বিশিষ্ট সমাজসেবক মো. আলমগীর হোসেন, আজীবন দাতা সদস্য মাহমুদুল হাসান আসিফ, শিক্ষানুরাগী ও সমাজসেবক ইমামুল হাসান অপূর্ব।

এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরোদ রঞ্জন রায়, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সমাজসেবক মো. সেলিম জাবেদ, আব্দুল রশিদ, হাজী জয়নাল আবেদীন কিন্টার গার্ডেনের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, মো. ইব্রাহিম খলিল, মাওলানা মো. জাকারিয়া, মো. মিজানুর রহমান, শিক্ষানবিশ আইনজীবী রাকিব হাসান জিসানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

দিনের প্রথম ফাইনালে মুখোমুখি হয় ষষ্ঠ শ্রেণি বনাম সপ্তম শ্রেণি। দারুণ লড়াইয়ে সপ্তম শ্রেণিকে হারিয়ে ষষ্ঠ শ্রেণি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরবর্তী ম্যাচে মাঠে নামে অষ্টম শ্রেণি বনাম দশম শ্রেণি। নির্ধারিত ৪০ মিনিট গোলশূন্য থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে অষ্টম শ্রেণি ৫-৪ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়।

পরে অতিথিরা দুটি ফাইনাল খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন