রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ | ১০:৩০ অপরাহ্ণ

বিএনপি নেতা আমির হোসেন দোলনের সভাপতিত্বে বিজয় র‍্যালী অনুষ্ঠিত

৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আমির হোসেন দোলনের সভাপতিত্বে উপজেলার বালিগাঁও স্কুল এন্ড কলেজ মাঠে সমাবেশ করে বালিগাঁও বাজারে বিজয় র‍্যালীটি বের হয়ে বালিগাঁও ইউনিয়ন পরিষদ প্রদক্ষিণ করে বটতলার সামনে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ধিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. জামাল, বালিগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মিয়া, সাধারণ সম্পাদক ওযাহিদ আল মামুন, তরুন সমাজসেবক আপেল মাহমুদ প্রতিক, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিএম মঞ্জুর, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জামাল, বালিগাও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ কুদ্দুস হাওলাদার, মোঃ দিন ইসলাম শেখ, টঙ্গিবাড়ি উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মারুফ ইসলাম রিমেলসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মি প্রমুখ।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন