মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সোমবার বেলা ৩ টায় অনুষ্ঠিত হয়েছে পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি)-এর আওতায় এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস।
উক্ত অনুষ্ঠানে টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের কৃতি শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরন করা হয়।
এতে পুরুষ্কার গ্রহন করে আড়িয়ল ইউনিয়নের কুরমিড়া গ্রামের মোঃ আনিস দেওয়ান ও মুক্তা বেগম দম্পতির সন্তান মোঃ আরাফাত দেওয়ান।
আরাফাত আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি হরগঙ্গা কলেজ থেকে এইচএসসি এবং মুগদা মেডিকেলে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ফিন্যান্স অ্যান্ড প্রোকিউরমেন্ট) প্রফেসর গোপীনাথ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম.এ. আউয়াল ফেরদৌস। জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোর্তেজা আহসান, বিক্রমপুর সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর পরিতোষ বাবু গোপ, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক মোঃ নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ অনিক শেখ প্রমূখ।