সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ | ১:৪৮ পূর্বাহ্ণ

টঙ্গীবাড়ী উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

“একসাথে গড়ি আলোকিত টংঙ্গীবাড়ী ” — এই প্রত্যয়কে ধারণ করে টঙ্গীবাড়ী উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, মুন্সীগঞ্জ-এর সাধারণ সভা  শনিবার ২৬ জুলাই সকাল ১১ ঘটিকায় রাজধানীর ক্রীড়া পরিষদ ভবনের পুষ্প দাম কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় শতাধিক সদস্য ও বিশিষ্ট অতিথির উপস্থিতি সভাকে প্রাণবন্ত করে তোলে।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি, বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান।
সভার সঞ্চালনায় ছিলেন সমিতির মহাসচিব ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব মোঃ আবু বকর সিদ্দিক মোল্লা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইজিপি ফাতেমা বেগম, সাবেক সভাপতি ঢাকা বার এডভোকেট মহসিন মিয়া, সাবেক জজ আব্দুর রব মোল্লা,বিশিষ্ট ব্যবসায়ী রানা সফিউল্লাহ,   ব্যবসায়ী মোঃ ইউনুস , ব্যবসায়ী মোশাররফ হোসেন পুস্তি, সমাজ সেবক নিরু ভুঁইয়া,সমাজ সেবক মাহবুবর রহমান বাচ্চু,এডভোকেট পাপিয়া ইসলাম, সমাজ সেবক মোঃ দেলোয়ার হোসেন চোকদার, সমাজ সেবক মোঃ ফারুক খান, সাংবাদিক মোসলেম উদ্দিন,, সাংবাদিক মোঃ সুমন চোকদার, মোঃ মিজানুর মোল্লা ও উপজেলার বিশিষ্ট নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন 

সভায় বক্তারা টঙ্গীবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যুব সমাজের দক্ষতা উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় তিন বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়, যা সমিতির কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, এই সাধারণ সভা টংগিবাড়ি উপজেলার সার্বিক উন্নয়ন এবং প্রবাসী সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন