টংগিবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর আহবায়ক কমিটির সদস্য শান্ত রহমান শানু আজকের এইদিনে এক মুসলিম সম্ভান্ত পরিবারে জন্ম গ্রহন করেন।
শান্ত টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের গনাইসার গ্রামের মোঃ আনোয়ার কবিরাজ ও মাতা রুনা বেগমের সন্তান।
শান্ত “ও পজেটিভ” রক্তের একজন নিয়মিত ব্লাড ডোনার। এইচএসসি পাশ করে বর্তমানে শুধু স্বেচ্ছাসেবি কাজ নিয়ে চলছেন তিনি।
এছারাও টঙ্গীবাড়ী উপজেলা ইউনিট রেড ক্রিসেন্ট সোসাইটি যুব প্রধান ১ এর দায়িত্ব পালন করছেন তিনি।