সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ | ১:৪৯ পূর্বাহ্ণ

এসএসসি ফলাফলে টঙ্গীবাড়ী উপজেলার মধ্যে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের অবস্থান ৩য়।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

পরিসংখ্যান অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষায়
টঙ্গীবাড়ী উপজেলার মধ্যে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের অবস্থান ৩য়।

১। স্বর্নগ্রাম উচ্চ বিদ্যালয় – ৯৭.৯৬% –

২। পুরা ডি,সি উচ্চ বিদ্যালয় – ৯৬.১০%

৩। আড়িয়ল স্বর্নময়ী উচ্চ বিদ্যালয় – ৮৩.৫০%

৪। দিঘীরপার এ সি উচ্চ বিদ্যালয় – ৭৯.১৭%

৫। পাঁচগাও উচ্চ বিদ্যালয় – ৭৮.৮৭%

৬। বানারী উচ্চ বিদ্যালয় – ৭৮.৮৫%

৭। সোনারং সরকারি উচ্চ বিদ্যালয় – ৭৭.৮৭%

৮। আউটশাহী উচ্চ বিদ্যালয় – ৭৫.৭৯%

9. 9. বালিগাঁও উচ্চ বিদ্যালয় -68.71%

১০। পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় – ৬৪.১৩%

১১। হাজী গনী করিম উচ্চ বিদ্যালয় – ৬১.৫৪%

১২। পাইকপাড়া উচ্চ বিদ্যালয় – ৬১.২৫%

১৩। বেতকা উচ্চ বিদ্যালয় – ৫৩%

১৪। আব্দুল্লাপুড় উচ্চ বিদ্যালয় – ৫০%

১৫। ব্রহ্মাম ভিটা উচ্চ বিদ্যালয় – ৪৪.২৬%

১৬। চাঠাতিপাড়া উচ্চ বিদ্যালয় – ৪২.৮৬%

১৭। রংমেহার উচ্চ বিদ্যালয় – ৩৫.০৯%

দেশে মোট পাসের হার ৬৮.৪৫ শতাংশ। আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৮৩.৫০%। জিপিএ ৫ পেয়েছে ২ জন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন