রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ | ১০:১৬ অপরাহ্ণ

হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভুগী পরিবারের সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভুগী পরিবার। সোমবার (৭ জুলাই) বিকালে উপজেলার নয়ানন্দ গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভুগী ঝর্না বেগম বলেন, আমার ছেলে তালহা রংমেহার স্কুলের নবম শ্রেনীর একজন ছাত্র। আমার ছেলেকে মীম আক্তার নামের এক মেয়ে পছন্দ করতো। মীমের বাবা সফিউদ্দীন বেপারী আমার ছেলের সাথে তার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাবে আমরা রাজি না হওয়ায় গত ২০ জুন মীমের বাবা সফিউদ্দীন বেপারী ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে আমার ছেলে স্কুলে যাওয়ার পথে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে আমি বাদি হয়ে থানায় মামলা করি। মামলা নম্বার ৩ (৬) ২৫। সেই মামলার জেরে পুলিশ আমার ছেলেকে উদ্ধার করে আমাদের কাছে বুঝিয়ে দেয়।

কিন্তু মীমের বাবা উল্টা আমার ছেলের নামে মিথ্যা মামলা দেয়। মামলা নম্বার ২ (৬) ২৫। সেই মামলার জেরে আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায়। এখন আমার ছেলে কারাগারে আছে। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে আমার ছেলের মুক্তি চাই।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন