সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ | ১:৪৯ পূর্বাহ্ণ

কৃষি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনায় টঙ্গীবাড়ী প্রেসক্লাব।

টঙ্গীবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জয়নুল আলম তালুকদার-এর কিশোরগঞ্জ জেলা সদরে বদলি হওয়ায় তাঁর সম্মানে বিদায়ী সংবর্ধনা স্মারক প্রদাণ করেছে টঙ্গীবাড়ী প্রেসক্লাব।

সোমবার বেলা ২:৩০ মিনিটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তার কক্ষে এ বিদায়ী স্মারক প্রদান করেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহ-সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম পিন্টু, সদস্যসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এসময় আবু বাক্কার মাঝি বলেন, মো. জয়নুল আলম তালুকদার-এর দায়িত্ব পালনে পেশাদারিত্ব, কৃষকের প্রতি আন্তরিকতা এবং মানবিক গুণাবলির প্রশংসা করে বলেন, “তিনি শুধু একজন সরকারি কর্মকর্তা নন, বরং মাঠপর্যায়ের কৃষকের নিকট তিনি ছিলেন নির্ভরতার প্রতীক।”

এসময় বিদায়ী কর্মকর্তা মো. জয়নুল আলম তালুকদার বলেন, “এই উপজেলায় কর্মরত থাকাকালীন মানুষের যে ভালোবাসা পেয়েছি, তা সারাজীবনের জন্য প্রেরণা হয়ে থাকবে।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন