রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ | ১০:২৮ অপরাহ্ণ

সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধ চায় টঙ্গীবাড়ী প্রেসক্লাব

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আয়োজনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন টঙ্গীবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সামসুদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক কাদির খানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, ‘‘বর্তমান সময়ে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যাপক বিস্তারের ফলে সংবাদ পরিবেশনের গতি যেমন বেড়েছে, তেমনি গুজব ও মিথ্যা তথ্য রোধেও সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে।’’

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ‘‘পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধ ধারণ করে সমাজের কাছে গ্রহণযোগ্য সংবাদ উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা এবং সততা—এই তিন গুণ একজন সাংবাদিককে প্রকৃত অর্থে সফল করে তোলে।’’

এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম পিন্টু বলেন, ‘‘আমরা আগামী দিনে প্রেসক্লাবের সদস্যদের জন্য আধুনিক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছি। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগও গ্রহণ করা হবে।’’

সভায় টঙ্গীবাড়ীতে সাংবাদিকতার নামে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে জোরালো আলোচনা হয়। এ ছাড়া, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সদস্যদের জন্য নিয়মিত প্রশিক্ষণের আয়োজন, উপজেলার বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে রিপোর্টিং দক্ষতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম আগত অতিথি ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে এক অনাড়ম্বর চা-চক্রের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন