রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ | ১০:৪৪ অপরাহ্ণ

টঙ্গীবাড়ীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার সকাল ১১ টায় টঙ্গীবাড়ী উপজেলা সভাকক্ষে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় টঙ্গীবাড়ী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

এ পার্টনার কংগ্রেসে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত, এসময় স্বাগত বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তাহমিনা আক্তার বিনা, কৃষি সম্প্রসারণ অফিসার ইমতিয়াজ জাহান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ মোঃ অনিক শেখ সহ এ সেমিনারে প্রায় দুই শত কৃষকের জনসমাগম হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন