সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ | ১:৪৯ পূর্বাহ্ণ

কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার  (২৯মে) দুপুর সাড়ে ১২টায়  ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে বাজেট পেশ করেন অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা তানিয়া তামান্না। এতে সম্ভাব্য আয় ধরা হয় ৯৮ লাখ ৮৪ হাজার ১০ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয় সমপরিমাণ ৯৮ লাখ ৮৪ হাজার ১০ টাকা। বাজেট সভায় উপস্থিত ছিলেন কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের সদস্য শ্যামল গাজী, কবির শেখ, আব্দুল খালেক, শাহীন মাল, সামসুদ্দিন হাওলাদার, নজরুল ইসলাম বেপারী, শেখ খালেদ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম, জোসনা বেগম, জাহানারা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুর রব হাওলাদার, ছাত্তার শিকদার, হাজী নুর হোসেন বেপারী, সিরাজল বেপারী, আয়নাল গাজী, মহসিন শিকদার, হাবিবুর রহমান শিকদার, আবু কালাম হাওলাদার, গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন