শনিবার, ২৪ মে, ২০২৫ | ৩:১৪ পূর্বাহ্ণ

টঙ্গীবাড়ী প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক বাক্কার মাঝি, কোষাধ্যক্ষ অনিক শেখ

টঙ্গীবাড়ী প্রেসক্লাব কার্যকরী কমিটির সভাপতি দৈনিক জনকন্ঠ নিজস্ব সংবাদদাতা এডভোকেট জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বাক্কার মাঝি নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাবটি গনতান্ত্রিক ভাবে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাব হলরুমে ক্লাবের আহবায়ক সুমন চোকদার ও সদস্য সচিব সামসুদ্দিন তুহিনের আহবায়ক কমিটি ২০২৫-২৭ কার্যকরী কমিটির ঘোষনা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি সুমন চোকদার (মুক্ত খবর), সামসুদ্দিন তুহিন(সংগ্রাম), মো. মাসুম হাসান আফিফ (আজকের পত্রিকা), যুগ্ম সম্পাদক শেখ সোহাগ (মানব জমিন), নাজমুল হাসান পিন্টু (ভোরের ডাক), কোষাধ্যক্ষ অনিক শেখ (সংবাদ) ,সাংগঠনিক সম্পাদক কাদির খান (দিন প্রতিদিন) কার্যকরী সদস্য মোঃ কাওসার, ফরমান দেওয়ান, এবাদুল হাসান।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন