শনিবার, ২৪ মে, ২০২৫ | ২:৫১ পূর্বাহ্ণ

মেধায় জাতীয় পুরস্কার গ্রহন করেছে টঙ্গীবাড়ীর নিশু

টঙ্গীবাড়ীতে গৌরবময় সম্মাননা এনে দিলো মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান নিশু। উপজেলার বাশবাড়ি গ্রামের আবুল কাশেম বেপারী ও ময়না আক্তার দুলির দুই কন্যা সন্তানের মধ্যে ২য় সন্তান নিশু। ছোটও বেলা থেকেই নিশু ছিলো লেখাপড়ায় ব্যস্ত ও মেধাবী।

গত ১লা মে আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেলা ১১ টায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫’ উপলক্ষ্যে শ্রম মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসের হাত থেকে জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অর্জন করে রাষ্ট্রীয় পদক পান তিনি। এছরারও নিশু কে সম্মাননা ক্রেস্ট, জাতীয় সনদ, ২০ হাজার টাকা সমমূল্যের চেক এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।

নিশু টঙ্গীবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, প্রেসিডেন্ট প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নরত রয়েছে।

নিশুর এই গৌরবময় সাফল্যের কথা যানতে চাইলে নিশু বলেন আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি।আমি আগামিতে আমার গ্রাম তথা উপজেলার শিক্ষার মান উন্নয়নে কাজ করবো।

উক্ত অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন