শনিবার, ২৪ মে, ২০২৫ | ৪:৪২ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জে মামাসার গ্রামে মহিলা মাদরাসা উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের মামাসার গ্রামে হজরত ফাতেমাতুয যাহরা (রা:) মহিলা মাদরাসার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকালে মাদরাসা ভবনে এই উদ্বোধন কার্যক্রম পরিচালনা করা হয়। আনুষ্ঠানিকভাবে মাদরাসার উদ্বোধন করেন, চূড়াইন জামেয়া রহমানিয়া মাদ্রাসা ও জাহারুন্নেছা মহিলা মাদরাসার মুহতামিম ও পরিচালক শায়খুল হাদীস হজরত মাওলানা শামসুল আলম।

মাদরাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী মো. হারুন দেওয়ান’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মামাসার মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি মোফাচ্ছাল, আজিমপুর জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান, হজরত ফাতেমাতুয যাহরা (রা:) মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মো. আবুল বাশার, সহকারি শিক্ষক এবং ধানদো জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মুফতি হাফিজুর রহমান, অত্র মাদ্রাসার সহকারি পরিচালক এবং সমাজসেবক মো. জাহাঙ্গীর ইসলাম, ধামারন জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান, আলদী জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মাসুদুর রহমান।

মাদরাসার মুহতামিম মাওলানা মো. আবুল বাশার এর উপস্থাপনায় সেখানে আরোও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দ্বীন ইসলাম, নুরুল ইসলাম বেপারী, দুলাল পাটোয়ারী, মো. দাদন শেখ, ইব্রাহিম শেখ, মো. হাকিম, মো. দেলোয়ার শেখ, মো. শিপন, ডাঃ দেলোয়ার, আলী আকবর শেখ, আব্দুল খালেক দেওয়ান, আমির হোসেন সৈয়াল, মো. জুম্মন সহ এলাকার গণ্যমান্য মুরুব্বী এবং যুবকেরা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. আফজাল হোসেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন