পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে গতকাল শুক্রবার ১৮ই এপ্রিল সকাল ৯.৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
উক্ত সেবা কার্যক্রমে ঢাকা থেকে আগত ডা. মো. নাজমুল হোসেন সজিব এমবিবিএস (ঢাকা মেডিকেল)এফসিপিএস পার্ট-২ ট্রেইনি,সার্জারি (পিজি হাসপাতাল) এই চিকিৎসা সেবা দিয়েছেন।
পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব নু-আলম বলেন আপাতত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রতি মাসে একবার করে দেওয়ার ব্যবস্থা করবেন।ভবিষ্যতে মাসে একাধিকবার বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করবেন।ইনশাআল্লাহ ভবিষ্যতে ডাক্তারের সংখ্যাও বাড়বে।