মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল মৎস্য আড়তে অভিযান চালিয়ে পরত্যক্ত অবস্থায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে প্রশাসন। পরে জব্দকৃত জাটকা ইলিশ হাসাইল মাদ্রাসায় বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল বুধবার সকাল ৭.৩০ টায় হাসাইল মাছ ঘাটে এই অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলার মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন টঙ্গীবাড়ী থানা পুলিশ।
মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা বলেন, ইলিশ রক্ষার্থে আমরা দিঘিরপাড় ও হাসাইল মৎস্য আড়ৎ ছাড়াও বিভিন্ন বাজারে খোজ খবর নিচ্ছি। জাটকা রক্ষায় চলমান নিষেধাজ্ঞা কার্যকর করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হাসাইলে মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৪০ কেজি জাটকা জব্দ

এই নিউজটি শেয়ার করুন
QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন