সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ | ২:১০ পূর্বাহ্ণ

গৃহবধূকে হত্যা করে স্বামী উধাও

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মাহামুদা বেগম (৩১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাজার সংলগ্ন মিয়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মাদারীপুর জেলার মো. রুবেল লস্করের স্ত্রী। স্থানীয়রা জানান, রুবেল তার দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বালিগাঁও বাজার সংলগ্ন মুরগিপট্টির পিছনে তিনদিন আগে ছানাউল্লাহ মিয়ার বাড়িতে বসতঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে। সকালে কাউকে কিছু না বলে রুবেল তার সন্তানদের সন্তা নিয়ে ঘরের বাহিরে হেজবল ছিটকারি আটকে রেখে চলে যায়।

সারাদিন ঘরের সিটকারি বন্ধ দেখে স্থানীয় ইউপি সদস্যর পস্থিতিতে বাড়িওয়ালা রুবেলের বসত ঘর খুলে দেখে রুবেলের স্ত্রী মাহামুদা বেগম ঘরের চকির উপরে ওড়না দিয়ে মুখ আটকানো অবস্থায় মৃত্যু হয়ে পড়ে রয়েছে। স্থানীয়রা আরও জানান, মাহামুদা বেগমের স্বামী একজন মাদকসেবী ছিলো। স্ত্রীকে হত্যা করে সে তার সন্তানদের নিয়ে পালিয়েছে। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মো. মুহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন