শনিবার, ২৪ মে, ২০২৫ | ২:৫৪ পূর্বাহ্ণ

টঙ্গীবাড়ীর ধলেশ্বরী নদী থেকে মরদেহ উদ্ধার।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের পাশে ধলেশ্বরী নদীতে গত দুই দিন আগে নিখোঁজ হোয়া একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় দের মাধ্যমে জানা যায় গতকাল শুক্রবার সকাল আনুমানিক ০৬.৩০ ঘটিকার সময় বেতকা বাজার সংলগ্ন ধলেশ্বরী নদীতে গোসল করতে গেলে একটি মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।
পরবর্তীতে তারা থানায় তথ্য দিলে টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং নৌ পুলিশকে বিষয় টি অবহিত করে।
মরদেহটি সম্পর্কে জানা যায় যে, গত ০২-০৪-২৫ খ্রীস্টাব্দ বিকাল ০৪.০০ ঘটিকায় মুন্সীগঞ্জ সদর থানাধীন তিলাদির চর মামা শহিদুল ইসলাম এর বাড়ীতে বেড়াতে আসে ইয়াসিন (১৭) পিতা জাহাঙ্গীর ও মাতা নারগিস বেগম দূর্গাপুর চৌদ্দগ্রাম থানা জেলা কুমিল্লা ধলেশ্বরী নদীতে মামাতো ভাই, বোন জামাই, ও খালাতে ভাইদের সাথে গোসল করতে নামার পর নিখোজ হয়। পরবর্তীতে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনদের নিয়ে খোঁজা খুজির পরও পাওয়া যায়নি।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন