শনিবার, ২৪ মে, ২০২৫ | ৩:১৩ পূর্বাহ্ণ

আড়িয়লে এসএসসি ব্যাচ- ২০২৫ বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।


গতকাল বৃহঃবার টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে সকাল ১০ টায় ফয়সাল টিচিং হোমের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থী ২০২৫ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 
ফয়সাল টিচিং হোমের সাবেক শিক্ষার্থী মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় ও ফয়সাল টিচিং হোমের প্রতিষ্ঠাতা মো.ফয়সাল আহমেদ বেপারীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়।
এতে ফয়সাল টিচিং হোমের এসএসসি ব্যাচ ২০২৫ এর শিক্ষার্থীদের অংশগ্রহনে সমসাময়িক বিষয়ে  আলোচনা ও শিক্ষার্থীদের  গুরুত্বপুর্ণ কাজে আসে সেই বিষয়ে উপদেশ ও তথ্য প্রদান করা হয়।

বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শিক্ষক মো.আওলাদ হোসেন।
সাবেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম, মো.রাজিব হোসেন, অনিক শেখ, আতিক হাওলাদার, শান্ত ছৈয়াল, আবাদুল্লাহ মিয়া, তানভীর কবির, মোহনা, সোয়াইব মোহলদার, আব্দুস সামাদ, ডাঃ তনিমা হাসান, তৃপ্তি কর্মকার তারেক প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট এবং সাবেক শিক্ষার্থী যারা বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি,  এমবিবিএস সহ ইঞ্জিনিয়ারিং পরছে তাদের  কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়েছে।

বক্তব্যে ফয়সাল আহমেদ বেপারী বলেন 
আমরা এই মাটির সন্তান আমাদের এই মাটির প্রতি দায়বদ্ধতা আছে। আমরা যে কাজ করবো সততার সাথে করবো, ভালোবেসে করবো তাহলেই আসবে সফলতা। আমরা পরিশ্রম করবো, আমরা দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। ইনশাআল্লাহ। তোমরা, শিক্ষার্থীরা বড়দের সম্মান করবে, পিতামাতার কথা শুনবে।
আজকে সকলে একসাথে পেয়ে আমি আনন্দিত। কৃতজ্ঞতা জানাই আমার সাবেক -বর্তমান সকল শিক্ষার্থীকে।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন