টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের বিশেষ করে পশ্চিম আড়িয়লের একঝাক তরুনের সংগঠন আড়িয়ল সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ ভ্রমন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানাগেছে মঙ্গলবার হাসাইল পদ্মায় এই ভ্রমন অনুষ্ঠিত হবে।
এই বিষয়ে জানতে চাইলে তানভীর কবির বলেন, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এই সংগঠনের মাধ্যমে সামাজিক কাজ করার চেষ্টা করছি। প্রমত্তা পদ্মায় আগামিকাল ঘুরতে যাবো। ঘুরলে মন মানষিকতা ভালো থাকে।
আড়িয়ল সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামিম শেখ বলেন আমরা সকলে মিলে ছোটও পরিসরে সংগঠনের সকলে মিলে ঘৃরতে যাচ্ছি।
আড়িয়ল সেবা ফাউন্ডেশনের সভাপতি বিএম সাদ্দাম বলেন সকলে আমার ছোটও ভাই আত্মীয় ও এলাকার মানুষ। আমি চাই সকলে যেনও মিলেমিশে থাকে ঐক্যের বিকল্প নেই।