সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ | ৫:০২ পূর্বাহ্ণ

টানা ১মাস জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ৪০ শিশু-কিশোর।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের পশ্চিম সোনারং গ্রামের ৬টি জামে মসজিদের শিশু-কিশোরদের নামাজে উৎসাহ জোগাতে বিশেষ প্রতিযোগিতা ও পুরস্কারের উদ্যোগ গ্রহণ করেন পশ্চিম সোনারং প্রবাসী জনকল্যাণ সংস্থা ও সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় ওলামা পরিষদ। অংশ গ্রহণকৃত তারা কেউ শিশু, কেউ বা কিশোর,কেউ বা স্কুল, কেউ আবার মাদরাসা পড়ুয়া। দুরন্তপনার এই সময়ে পড়াশোনার পাশাপাশি তাদের নামাজের প্রতি যে টান ছিল সেটাই তারা প্রমাণ করেছে। টানা ১মাস জামাতে নামাজ আদায় করে ৪০জন শিশু-কিশোর পুরস্কার পেয়েছে ইসলাম প্রিয় এই সংগঠনটির পক্ষ থেকে।

শনিবার ২৯শে মার্চ (২৮শে রমজান) যোহরের নামাজের পর পশ্চিম সোনারং পুরাতন বাজার ক্লাব মসজিদে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা ১১৫জন জন শিশু কিশোর এর মধ্যে বিজয়ী ৩জনকে বাই সাইকেল পুরস্কার দেওয়া হয় এছাড়া আরও যারা সঠিক ভাবে নামাজ আদায় করেছেন তাদের মধ্যে ৪০জনকে শান্তনা পুরস্কার দেওয়া হয়।প্রথম স্থান অর্জন করেন আল আরাফাত, দ্বিতীয় স্থান অর্জন করেন আঃ সালাম,তৃতীয় স্থান অর্জন করেন আবিদ শেখ। পশ্চিম সোনারং জনকল্যাণ সংস্থার পরিচালনা কমিটিতে ছিলেন মোঃ মিলন খান,মোঃ মহসীন মিজি,মোঃ রাসেল পোদ্দার,আবু কালাম হাওলাদার,সবুজ বেপারী,মোঃ বাবু বেপারী প্রমূখ।সংগঠনটির পরিচালনা কমিটির সদস্য মোঃ মিলন খান বলেন,গত ১লা রমজান থেকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সোনারং গ্রামের ৬টি মসজিদের১১৫ জন শিশু-কিশোর নাম লেখায়। প্রতিদিন তাদের মসজিদে উপস্থিতির বিষয়টি তদারকি করতেন প্রতিটি মসজিদের ইমাম।

পুরস্কারের জন্য ১লা রমজান থেকে টানা ১মাস পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। গত ১লা রমজান থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ২৯ মার্চ শেষ হয়।প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অর্জন করা শিশু কিশোরদের কে বাই সাইকেল ও ৪০জনকে শিশু-কিশোর শান্তনা পুরস্কার দেওয়া হয় হয়।

সার্বিক তত্ত্বাবধানে থাকা স্থানীয় ওলামা পরিষদ মাওলানা আমিনুল ইসলাম বলেন,আমি আশাবাদী আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহী করে তুলবে। নামাজের মাধ্যমে আমাদের সমাজ সুন্দর হবে। যেসব শিশু-কিশোররা নিয়মিত মসজিদে আসে তাদের দেখে অন্যরাও নামাজ আদায় করতে আসবে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি শাহাদাৎ হোসেন, হাফেজ মাহবুবুল আলম,হাফেজ মাওলানা তানভীর আহমদ, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, মুফতি হাবিবুল্লাহ ফরাজী,মাওলানা হেমায়েত উদ্দিন,মাওলানা আনোয়ার প্রমুখ,অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন পশ্চিম সোনারং যুব সমাজ।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন